কিভাবে শাদমার্ট অর্ডার করবেন?
This tutorial is also available in Bengali language.
আপনি মাত্র ১ মিনিটেই শাদমার্টে অর্ডার করতে পারবেন ।
১. প্রথমে আপনার পছন্দ অনুযায়ী সাইজ, রঙ , অন্যান্য অপশন (যদি থাকে) ও পরিমাণ সিলেক্ট করুন। এরপর '**Add to Cart**' বাটনটিতে ক্লিক করুন।

আপনার প্রডাক্টি কার্টে অ্যাড হয়ে যাবে। এরপর “CHECK OUT” বাটনে ক্লিক করুন।

২। আপনি যা অর্ডার করেছেন (সাইজ, রঙ ও পরিমাণ) তা ঠিক আছে কিনা দেখে নিন। সব ঠিক থাকলে '**Checkout**' বাটনটিতে ক্লিক করুন।

৩। এরপর “**SIGN IN WITH FACEBOOK**” বাটন টিতে ক্লিক করুন।

৪। যে এড্রেসে আপনি আপনার প্রডাক্টি পেতে চান সেই সঠিক শিপিং এড্রেসটি প্রদান করুন এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন।

৫। পছন্দ অনুযায়ী শিপিং মেথড সিলেক্ট করে “SUBMIT” বাটনে ক্লিক করুন।

৬। পছন্দানুযায়ী পেমেন্ট অপশন সিলেক্ট করুন।

৭। আপনার অর্ডারটি সফলভাবে সম্পন্ন হলে এই মেসেজটি দেখতে পাবেন । পরবর্তীতে অর্ডার সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ORDER ID টি সংরক্ষণ করুন।

যদি তারপরও অর্ডার করতে সমস্যা হয়, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের সাথে চ্যাট করুন। সার্ভিস টাইমঃ সকাল ১০টা থেকে রাত ১০টা (শনি থেকে বৃহস্পতিবার)
Article is closed for comments.
Updated on: 20/10/2019
Thank you!